সকল মেনু

২০৩৫ সালে শিশু মৃত্যুর হার শতকরা ২ জনে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০৩৫ সালে শিশু মৃত্যুর হার শতকরা ২ জনে আনা হবে
২০৩৫ সালে শিশু মৃত্যুর হার শতকরা ২ জনে আনা হবে

২৩ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘২০১৪ সালে প্রকাশিত বিডিএইচএস সার্ভে রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে ০-৫ বছর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪৬ জন ছিল ।

আগামীতে আমরা ২০৩৫ সালের মধ্যে প্রতি হাজারে ২০ জনে নামিয়ে আনা হবে।

সোমবার দশম জাতীয় সংসদের চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ২০১৪ সালে প্রকাশিত বিডিএইচএস সার্ভে রিপোর্ট অনুযায়ী ০-৫ বৎসর বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪৬ জন। যা ১৯৯০ সালে ছিল ১৩৩ জন। সে অনুযায়ী শিশু মৃত্যুর হার ৭৩ শতাংশ কমেছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী এক হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুর হার ২৫-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে শিশু মৃত্যুর হার এক হাজারে জীবিত জন্মে ২০ নামিয়ে আনার অঙ্গীকার করেছে।

সে লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশে বৈধ লাইসেন্স প্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৯ হাজার ১৭টি।

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার বিষয়ে ১৯৮২ সালের দ্যা মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিস রেগুলেশন (অডিন্যান্স) নীতিমালা বিদ্যমান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top