সকল মেনু

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: রাজধানীর বিভিন্ন সড়কে টহল

রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল
রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল

২৩ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

এখন পযর্ন্ত হরতালে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সোমবার ভোর থেকেই দেখা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে। রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

কাউকে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারো কাছে কোনো ব্যাগ থাকলে তা তল্লাশি করা হচ্ছে।

অন্যদিকে রাস্তায় গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। তবে অন্যান্য দিনের মতোই কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top