২১ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দায়ে দন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে পররাষ্ট্রবিষয়ক কমিটির নেতারা বলেছেন,“বাংলাদেশে গণতন্ত্রের পরিসর সংকুচিত হচ্ছে এবং যুদ্ধাপরাধ আদালতকে রাজনৈতিক শাস্তিস্বরূপ ব্যবহার করা হচ্ছে।”
“আদালতটিতে যথাযথ প্রক্রিয়ার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত অবশ্যই যেন তাদের মৃত্যুদণ্ডকার্যকর স্থগিত করে।”
সূত্র: এপি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।