সকল মেনু

‘এমআরপি’ পাসপোর্ট নেই ১১ লাখ প্রবাসীর!

'এমআরপি' পাসপোর্ট নেই ১১ লাখ প্রবাসীর!
‘এমআরপি’ পাসপোর্ট নেই ১১ লাখ প্রবাসীর!

২০ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : বিদেশে বাসরত ১১ লাখ ৩২ হাজার ৩৩৭ জনকে এখনো যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দিতে পারেনি সরকার।

বৃহস্পতিবার সংসদে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মন্ত্রী বলেন, ২০১০ সালে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব বাংলাদেশি নাগরিককে এমআরপি দেওয়ার জন্য প্রকল্প নিয়েছে, যার মেয়াদ এ বছরই শেষ হয়ে যাবে।

প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে এমআরপি দিতে একই সময়ে বাংলাদেশ দূতাবাসসমূহ ও মালয়েশিয়ান আউটসোর্সিং কোম্পানি আইআরআইএস’র মাধ্যমে বিদেশেও এমআরপি কার্যক্রম শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ নভেম্বর পর্যন্ত দূতাবাসগুলো ২১ লাখ ১৫ হাজার ৯০১টি এমআরপি ইস্যু হয়েছে। আউটসোর্সিং কোম্পানি ইস্যু করেছে এক লাখ ৯৭ হাজার ২২২টি।

এছাড়া মিশনগুলোর প্রায় ৫৪ হাজার ৫৪০টি পাসপোর্ট বহিরগমন ও পাসপোর্ট অধিদপ্তরে মুদ্রণের অপেক্ষায় রয়েছে।

ফলে লক্ষ্যমাত্রা অর্জন করতে এখনো ১১ লাখ ৩২ হাজার ৩৩৭টি এমআরপি দিতে হবে।

এদিকে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ২৪ নভেম্বরের পর থেকে হাতে লেখা সনাতন পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top