১৯ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : আবারও বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে বৃটিশ সরকার। সতর্ক বার্তায় বলা হয়, পশ্চিমাদের লক্ষ্য করে আরও হামলা হতে পারে। সন্ত্রাসের বড় ধরনের ঝুঁকি রয়েছে এখানে।
বৃটিশ সরকারের ওয়েবসাইটে আপডেট করা সতর্কতায় এসব কথা বলা হয়েছে।
সতর্ক বার্তায় আজকের সকাল-সন্ধ্যা হরতালের কথা উল্লেখ্য করে বলা হয়, এ সময় সরকার ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হতে পারে। অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। বিদেশী নাগরিককে গুলি করে আহত করা হয়েছে বাংলাদেশে।
এ অবস্থায় বৃটিশ নাগরিকদের সতর্ক হয়ে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে। চলাচল করতে হবে খুব সাবধানতার সঙ্গে। আগেভাগেই পর্যাপ্ত নিরাপত্তামুলক ব্যবস্থা নিতে হবে।
এতে বলা হয়, পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস সবাইকে এ পরামর্শ দিচ্ছে। তবে যারা পার্বত্য চট্টগ্রাম সফরে যাবেন তাদের জন্য এটা অত্যাবশ্যক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।