সকল মেনু

অবস্থার পরিবর্তন হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবস্থার পরিবর্তন হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে
অবস্থার পরিবর্তন হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হবে

১৯ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সাময়িকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, হোয়াটসঅ্যাপ) বন্ধ রেখেছি, অত্যন্ত সাময়িকভাবে, অবস্থার পরিবর্তন হলে এগুলোর পরিবর্তন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সারা বিশ্বেই আজকে বিভিন্ন ঘটনা ঘটছে। শুধু বাংলাদেশ নয়, যে ধরনের ঘটনা ঘটছে সারা বিশ্বে বংলাদেশে হয়ত দুই-একটি ছিটেফোঁটা ঘটনা ঘটছে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পৃথিবীর সব দেশের এ ধরনের পরিস্থিতি কিছু না কিছু ব্যবস্থা নিয়ে থাকে। আমার সাময়িকভাবে এটি করেছি, একদমই সাময়িক। অবস্থার পরিবর্তন হলে এটার ব্যবস্থা হয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top