সকল মেনু

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর

উলফা নেতা অনুপ চেটিয়া -ফাইল ফটো
উলফা নেতা অনুপ চেটিয়া -ফাইল ফটো

ঢাকা, ১১ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। বুধবার সকালে তাকে হস্তান্তর করা হয় বলে উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
ভারতের স্বাধীনতাকামী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া ১৯৯৭ সালে বাংলাদেশে গ্রেফতার হন। এরপর থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দি ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ’র কর্মকর্তা অজিত দোভালের ব্যক্তিগত উদ্যোগের ফলে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনার কয়েক দিন পরই অনুপ চেটিয়াকে হস্তান্তরের ঘটনা ঘটল।
উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া ভারত সরকারের কাছে ওয়ান্টেড তালিকাভুক্ত আসামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top