ঢাকা, ১০ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : টিকফা’র আগামী বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা (জিএসপি) সুবিধা ফিরে পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। এর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়।
তোফায়েল আহমেদ আরো বলেন, ‘আগামী টিকফা বৈঠকে প্রধান এজেন্ডাই হবে জিএসপি সুবিধা ফেরত পাওয়া। মন্ত্রী আশা প্রকাশ করেন, টিকফার বৈঠকের পর বাংলাদেশ জিএসপি সুবিধা ফেরত পাবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপি ফেরত পাওয়ার বিষয়টি যতটা না আর্থিক লাভ সম্পর্কিত তার চেয়েও বেশি দেশের মর্যাদার সঙ্গে জড়িত। এ সুবিধা না পেলে টিকফার বৈঠক অর্থহীন।’
তিনি বলেন, ‘রানাপ্লাজা ধসের পর বর্তমানে আমাদের তৈরি পোশাক কারখানাগুলো কমপ্লায়েন্স। মার্কিন রাষ্ট্রদূত এতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা শ্রমিকের অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো দেখেছে।’
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পরবর্তী টিকফা বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে শ্রম সচিব, পররাষ্ট্র সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। টিকফা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।