সকল মেনু

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রশংসা

ঢাকা, ৯ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : মন্ত্রিসভা বৈঠকে আজ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘ সংস্থায় ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ক্যাটাগরি-টু ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি লাভ করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ ধন্যবাদ জানানো হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা এই স্বীকৃতির মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে দেশকে পৌঁছে দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে।
কেবিনেট সচিব বলেন, বিশ্বে মাত্র কয়েকটি সংস্থা রয়েছে যারা জাতিসংঘের ক্যাটাগরি টু স্বীকৃতি পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় এই অর্জনের জন্য তাদের সমর্থন ব্যক্ত করেছে।
আলম বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিসভা এই অসামান্য সাফল্য অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে।
তিনি বলেন, অনুরূপভাবে শিক্ষা মন্ত্রণালয় এ লক্ষ্যে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে অনুষ্ঠিত সংস্থার সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ স্বীকৃতি লাভ করেছে।
এই স্বীকৃতি লাভের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউ বাংলাদেশে প্রথম ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top