সকল মেনু

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন

ঢাকা, ০৮ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ: দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক রোববার বিকেলে জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫’ উত্থাপন করেন। গত ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।
এতে বলা হয়, কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
অধ্যাদেশের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যক্তিকে কোন রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোন বিষয় অধ্যাদেশটিতে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top