সকল মেনু

আগামী ৩ বছরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের মুরারীদাহ্ বাজার থেকে গঙ্গাবর্দী মন্ডল ব্রীক ফিল্ড প্রর্যন্ত সড়কের কাজের শুভ উদ্বোধন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন
ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের মুরারীদাহ্ বাজার থেকে গঙ্গাবর্দী মন্ডল ব্রীক ফিল্ড প্রর্যন্ত সড়কের কাজের শুভ উদ্বোধন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ফরিদপুর, ০৫ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরারীদাহ্ বাজার হইতে গঙ্গাবর্দী মন্ডল ব্রীক ফিল্ড প্রর্যন্ত ০-১৩১০ মি. সড়কের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, আর আগামী দুই বছরের মধ্যে ফরিদপুরের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। চাওয়া মাত্রই বিদ্যুৎ ঘরে পৌঁছে যাবে। শুধু বিদ্যুতই নয় আগামী দুই বছরের মধ্যে এ অঞ্চলের মানুষ হাঁটার জন্য একটু কাঁচা রাস্তা পাবে না। এ অঞ্চলের প্রতিটি রাস্তা পাকা করা হবে।
কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ইফতেখার হোসেন ইকুমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রষাধ অধিকারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top