ঢাকা, ০৪ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ: নেদারল্যান্ডের বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছেন।
এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান নেদারল্যান্ডের উন্নয়ন ওপরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি স্কুল্তজ। এ সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লীয়নি মার্গারাথা, বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মায়ীদ ফারুক ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।
পরে মোটর শোভাযাত্রায় হেগে শহরের আমরাত কুরহুস গ্র্যান্ড হোটলে এ পৌঁছলে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী প্রধানমন্ত্রীকে অর্ভ্যথনা জানান।
উল্লেখ্য, দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় নেদারল্যান্ড সরকারের প্রস্তাবতি “বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০” এর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
এছাড়া কৃষি , শিল্প, ব্যবসা বিনিয়োগ ,শিক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেদারল্যান্ড সরকারের সহযোগিতার বিষয়ে বিভিন্ন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর হিসেবে আছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।