সকল মেনু

নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত দীপনের বাবা

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক

ঢাকা, ০৪ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : নিরাপত্তাহীনতায় ভুগছেন দুর্বৃত্তদের হাতে নিহত প্রাকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা প্রাক্তন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে তিনি এ নিরাপত্তাহীনতার কথা জানান।
দীপনের বাবা জানান, বুধবার সকালে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। এতে তাকে নানারকম হুমকি দেওয়া হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবুল কাশেম ফজলুল হক এরপর ওই বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের মতো আমাকেও যে কোনো সময় হত্যা করা হতে পারে। এই কথা আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলছি।’
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বিকেলে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা সংস্থা জাগৃতির কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top