মোঃ আমান উল্লাহ, ০২ নভেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে আগামী বছর। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। আর ধর্মীয় কারণে থাকবে ৩ দিন ঐচ্ছিক ছুটি।
সোমবার সকালে সচিবালযে় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিযে়ছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, পার্বত্য এলাকায় বাংলা বর্ষবরণ বৈসাবি উৎসব উপলক্ষে ২দিন ঐচ্ছিক ছুটি রাখা হযে়ছে। এই দুই দিন হলো ২৯ চৈত্র, ২ বৈশাখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।