ঢাকা, ০১ নভেম্বর ২০১৫, নিরাপদনিউজ : বাংলাদেশে আরো অনেকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের দুই প্রকাশক ও তাঁদের সহকর্মীদের ওপর নির্মম হামলার ঘটনায় যারা দেশে বাকস্বাধীনতার চর্চা করছে, তাদের ওপর ভয়ংকর ধাঁচের সহিংসতার আরো প্রমাণ আজ মিলল।
সংস্থাটির বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘বাংলাদেশের স্বাধীন কণ্ঠগুলোর ওপর আরো হামলার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।’
তিনি বলেন, ‘নিজের মতো করে যারা কথা বলার সাহস রাখে, তাদের জন্য বাংলাদেশ ক্রমে ভয়ংকর হয়ে উঠছে।’
অ্যামনেস্টি জানায়, ‘সহিংসতার আতঙ্কজনক ধাঁচ থেকে আমাদের বিশ্বাস করার যুক্তি আছে, আরো অনেক জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে এ রকম ভয়াবহ ও লক্ষ্যস্থির করে সহিংসতা থেকে অন্যদের সুরক্ষা দিতে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।’
মানবাধিকার সংগঠনটি আরো জানায়, ‘হামলাকারীদের খুঁজে বের করা ও তাদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার দায়িত্ব সরকারের। একটি কার্যকর, যথাযথ ও স্বাধীন তদন্তের মাধ্যমে এটা সম্ভব।’
শনিবার রাজধানীর লালমাটিয়ায় নিজ কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে অভিজিৎ রায়ে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে আহত করে দুর্বৃত্তরা। পরে আরেক প্রকাশনা সংস্থা জাগৃতির ফয়সল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয়। দুটি প্রকাশনী থেকেই ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।