সকল মেনু

স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে: পুলিশের মহাপরিদর্শক

স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে
স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, ২৮ অক্টোবর ২০১৫, নিরাপদ নিউজ: ‘বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। এদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ ও শান্তিপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই দেশি-বিদেশি চক্র এখনও বসে নেই। তারা এখনও নানাভাবে দেশের ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

২৮ অক্টোবর বুধবার বিকেল ৫টায় গাজীপুর পুলিশ লাইনস ময়দানে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে পরিকল্পিতভাবে একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ করবো যে, এ হত্যাকান্ড ওই ষড়যন্ত্রেরই অংশ।’

তিনি বলেন, ‘আমরা গণমুখি পুলিশ বাহিনী তৈরি করতে চাই। পুলিশকে গণমুখি মানসিকতা অর্জন করতে হবে। জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।’

শহীদুল হক বলেন, ‘আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেব না। দেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়ার মতো জঙ্গী রাষ্ট্র করতে দেব না।’

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, এফবিসিসিআইযে়র সাবেক সভাপতি এ কে আজাদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিল্পপতি তুহিন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।

সমাবেশে কমিউনিটি পুলিশিংযে় বিশেষ অবদানের জন্য মহানগর কমিউনিটি পুলিশিংযে়র আহ্বায়ক সুলতান আহামেদ সরকারকে ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরীসহ বেতার টিভি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top