ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন প্রকার এলার্ট জারি করা হয়নি । তা সত্ত্বেও কোন কোন টিভি চ্যানেল ও অন-লাইন গণমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড এলার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে । বিষয়টি জন মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত’ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।