সকল মেনু

রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ

3177

ঢাকা, ২৫ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস-কে জানান, সাক্ষাতকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচি এবং অবকাঠামা উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি রাষ্ট্রপতিকে জানান যে, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ১৩টি, স্নাতক পর্যায়ে ১৬টি, চিকিৎসা বিজ্ঞানে ৭টি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয় আরো ২২টি বিভাগ খোলার পরিকল্পনা করছে যেখানে ১২, ০০০ শিক্ষার্থী শিক্ষা লাভের সুযোগ পাবে।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কর্মকান্ড পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিইউপি’র সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং গবেষণামূলক কাজে গুরুত্ব দেয়ার পরামর্শ দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top