সকল মেনু

শেষ হলো বিশ্ব ইজতেমা : আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা

80997_Ijtemaনিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমা। ক্ষমা ভিক্ষা-আত্মশুদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুরাগ তীর।

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা মুহাম্মদ সাদ এই আখেরি মোনাজাত পরিচালনা করেন।

রবিবার বেলা ১১টা ৫৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে প্রচ- শীত উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। আল্লাহর সান্নিধ্য লাভ আর মহান সৃষ্টি কর্তার কাছে নিজের চাওয়া-পাওয়া জানাতে মুসলিম উম্মাহর দ্বিতীয় সম্মেলনের আখেরি মোনাজাতে শরিক হতে ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল দেখা দেয়।

গত শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। এর আগে ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top