সকল মেনু

ত্রিপুরায় গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত

G2BG_553227867আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩০ ডিসেম্বর : অবৈধ গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ত্রিপুরা পুলিশ।
মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পশ্চিম জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় ও প্রচুর পরিমাণ গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়।
জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত রাণীর বাজার থানা এলাকার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৭ শতাধিক গাঁজার গাছ ধ্বংস করা হয়। এই গাছগুলি কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান রাণীর বাজার থানার ওসি।
গত কয়েক দিন আগে রাজ্যের সিপাহীজলা জেলায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে গাঁজা চাষিদের আক্রমণের শিকার হয়েছিল পুলিশ। তাই এদিন কোনো ঝুঁকি না নিয়ে প্রচুর সংখ্যক পুলিশ এবং টি এস আর বাহিনীর জওয়ান নিয়ে যাওয়া হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top