সকল মেনু

রফিকুল আলম জজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

indexনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুরের রিটানিং অফিসার ছেংগারচর পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল আলম জর্জ’কে নির্বাচিত ঘোষণা করেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার রিটানিং অফিসার মোঃ আতাউর রহমান তাকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, তার কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচনী আইনের ২১ ধারা অনুযায়ী তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হল। ফলে আগামীকাল বুধবার ছেংগারচর পৌরসভায় মেয়র পদে কোন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। মেয়র পদে নির্বাচনের জন্য কোন ব্যালটও ছাপানো হয়নি।     জানা যায়, তথ্য গোপন সংক্রান্ত জটিলতার কারণে ছেংগারচর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী সারওয়ারুল আবেদীনের প্রার্থীতা বাতিল করে পৌরসভার রিটানিং অফিসার। এর বিরুদ্ধে তিনি জেলা রিটানিং অফিসার বরাবরে আপিল করলে সেখানেও পৌর রিটানিং অফিসারের রায় বহাল থাকে। এমতাবস্থায় তিনি হাইকোর্টের চেম্বার জজ আদালতে আপিল করলে আদালত তার প্রার্থীতা বহাল রাখে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বি আ’লীগের প্রার্থী সেই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত ৬ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে। এই সংক্রান্ত কাগজ-পত্র এসে পৌঁছতে সময় লাগার কারণে স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ এতদিন নির্বাচনে মেয়র পদের ফলাফল ঘোষণা করতে পারে নি। সব কাগজপত্র পাবার পর তার কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় আজ মঙ্গলবার দুপুরে জেলা রিটানিং অফিসার রফিকুল আলম জর্জকে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে। নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top