সকল মেনু

প্রতিবন্ধীরাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে – কমিশনার

indexমো. আমিরুজ্জামান, নীলফামারী ২৮ ডিসেম্বর: রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারাও সমাজের অংশ। একজন সুস্থ্য মানুষের মতো তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাদের জীবন যাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন।’ রোববার (২৭ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ কালে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা তাজুল ইসলাম ও পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবেত আলী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১২ হাজার কম্বলের মধ্যে থেকে ১শ’৭০টি কম্বল এই ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top