সকল মেনু

চাঁদপুরে জেলা পুলিশের ব্যতিক্রমি সম্বর্ধনা

indexনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে একশ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চাঁদপুর পুলিশ প্রশাসন। এ সময় উপস্থিত অতিথিরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, ভাষাসৈনিক ডাঃ মতিউর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সফিউদ্দিন আহমেদ, বিএলএফ কমান্ডার মোঃ হানিফ পাটোয়ারী, অজয় কুমার ভৌমিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অ্যাডঃ মোঃ শামসুল হক ভোলা মাস্টার ও আবদুর রহমান।
সম্বর্ধনা অনুষ্ঠানটি ছিলো একেবারেই ব্যতিক্রম। অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর পুলিশের পক্ষ থেকে সরকারি শিশুপল্লীর শিশুরা মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা চাদর তুলে দেন। এছাড়াও পুলিশ সুপার ও জেলা প্রশাসক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদের হাতে প্রতীকী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা শেষে পুনাকের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, সরকারি শিশুপল্লীর শিশুসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top