সকল মেনু

বাংলাদেশে গড় আয়ু এখন ৭০.৭ বছর

1450608772নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ ডিসেম্বর : দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে গড় আয়ু ৩ মাস বেড়ে ৭০ বছর ৭ মাসে দাঁড়িয়েছে। পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের প্রতিবেদনটি রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার দুপুরে প্রকাশ করা হয়।
প্রতিবেদন মতে, প্রতি বছর দেশের গড় আয়ু ০.৬০ বছর করে বাড়ছে।
২০১০ সালে গড় আয়ু ছিল ৬৭.৭ বছর, ২০১৩ সালে করা জরিপে গড় আয়ু উল্লেখ করা হয়েছিল ৭০ বছর ৪ মাস আর ২০১৪ সালে গড় আয়ু ৭০ বছর ৭ মাসে পৌঁছায়।
এবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু বেশি হারে বাড়ছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top