সকল মেনু

পার্বত্যাঞ্চলে প্রয়োজনে র‌্যাবের ডিভিশন স্থাপন করা হবে

1449574226নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৮ ডিসেম্বর :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে র‌্যাবের ডিভিশন স্থাপন করা হবে। সরকার পার্বত্য এলাকার শান্তির ধারা অব্যাহত রাখতে সর্বদা সচেষ্ট। এখানকার শান্তি ও উন্নয়নের জন্যই শান্তিচুক্তি করা হয়েছে। তাই শান্তি চুক্তির প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
মঙ্গলবার দুপুরে রামগড় থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অপার সম্ভাবনাময় স্থান। এখানকার উন্নয়নের জন্য সরকার সব কিছু করবে। আর উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে।’
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশ কোনো জঙ্গির দেশ নয়, কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের একার দেশ নয়। এ দেশ সবার। এদেশে ধর্ম যার যার, উৎসব সবার।’
রামগড় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বিপিএম (সেবা)। এতে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ির সংসদসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top