সকল মেনু

কোটচাঁদপুরে পরীক্ষামূলক মালটা চাষে সফলতা

indexএস,আই মল্লিক, ঝিনাইদহ:  ঝিনাইদহের কোটচাঁদপুরে পরীক্ষামূলকভাবে মালটা চাষ শুরু হয়েছে। দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি) এর অর্থায়নে বিগত ২০১৩ সালে বাগান প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক অবস্থায় ৪টি বাগানে সাড়ে ১২ শতক জমিতে মালটা চারা রোপন করা হয়। বর্তমানে বাগানগুলোতে প্রচুর পরিমাণে মালটা ধরেছে। কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের শফিউদ্দিনের স্ত্রী খোদেজা বেগম তার সাড়ে ১২ শতক জমিতে মালটার আবাদ করেন। এ বছর তিনি মালটার প্রচুর ফলন পেয়েছেন এবং আরও একটি বাগান করবেন বলে জানান। খোদেজা বেগম বলেন, কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসারের পরামর্শে আমি মালটার চাষ করি। তার অনুপ্রেরণা আর নিয়মিত দেখাশোনার ফলে আমি মালটা চাষে বেশ লাভবান হয়েছি। কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন বলেন, এখানকার আবহাওয়া মালটা চাষের জন্য উপযোগী। পরীক্ষামূলকভাবে চাষ করে খোদেজা বেগম লাভবান হয়েছেন। এছাড়া বেশি বেশি মালটার চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top