সকল মেনু

যশোর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

indexযশোর প্রতিনিধি: শনিবার একটি হোটেলে পূবালী ব্যাংক লিমিটেডের আয়োজনে মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে যশোরে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পূবালী ব্যাংক লিমিটেডের আয়োজনে যশোরের সকল তফসিলি ব্যাংকের ৫৬ জন ব্যবস্থাপক-কর্মকর্তা এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালাটির সঞ্চালক/সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে । যশোর  পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও খুলনার অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ূন কবির এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডের পরিপালন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও  বিভাগ প্রধান নীতিশ কুমার রায় উপস্থিত ছিলেন। রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক এ কে এম. রমিজুল ইসলাম ও সৈয়দ কামরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফেরদৌস কবির।  পূবালী ব্যাংক লিমিটেড, যশোর শাখা সঞ্চালনে কর্মশালায় বক্তাগণ বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন দেশের জন্য ক্ষতিকর। এটা প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাগণকে সতর্ক থাকাতে হবে। ব্যাংকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরোপিত নিয়ম-নীতি পরিপালনের ব্যাপারে গুরুত্বারোপ করে হুন্ডি, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থ যোগানের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার তাগিদ দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top