সকল মেনু

ঢাবি ভর্তিযুদ্ধে সিট প্রতি ৩৮ জনের বেশি পরীক্ষার্থী

1441883194নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ সেপ্টেম্বর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে প্রতি আসনের জন্য লড়বে ৩৮ জনের বেশি শিক্ষার্থী। তীব্র লড়াই হবে চারুকলা অনুষদের পরীক্ষায় (চ – ইউনিট)। সেখানে প্রতিটি সিটের জন্য লড়াই করবে ৯০ জনের বেশি শিক্ষার্থী! ঢাবিতে এবার ৫টি ইউনিটের ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন ভর্তিপ্রার্থী অনলাইনে আবেদন করেছে। আজ প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা জানান। তিনি সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ার সমাপ্তিও ঘোষণা করেন। উপাচার্য বলেন, মোট আবেদনের মধ্যে ক-ইউনিটের ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ১৬১ জন, খ-ইউনিটের ২ হাজার ২৮০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৪২১ জন, গ-ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৩ হাজার ৮৫৭ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৭৯৮ জন এবং চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১২ হাজার ১৬৭ জন আবেদন করেছেন। অর্থাৎ ক – ইউনিটে প্রতি আসনের জন্য লড়াই করবে ৪৩ জনের বেশি শিক্ষার্থী। খ – ইউনিটে সংখ্যাটি ১৪ জনের কিছু কম। আর গ – ইউনিটে সিট প্রতি লড়াইয়ে নামছে ৩৭ জনের বেশি শিক্ষার্থী। সবচাইতে বেশী লড়াই হবে ঘ – ইউনিট ও চ – ইউনিটে। এই দুই ইনিটের পরীক্ষায় প্রতি সিটের জন্য লড়াই করবেন যথাক্রমে ৬৬ জন ও ৯০ জন। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস সর্ম্পূণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েল ভাইস চ্যান্সেলর। তিনি আরও জানান, পরীক্ষায় অসুদপায় অবলম্বন ঠেকাতে এবার ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষার ফি জমা দেয়ার সময়সীমা আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। গত ২৪ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বাসস।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top