সকল মেনু

রাষ্ট্রপতির সঙ্গে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

1441802120নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৯ সেপ্টেম্বর : রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার। বুধবার বিকেলে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন দূতকে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।” স্পেনে বাংলাদেশের নতুন পণ্য রপ্তানি করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি। সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ সময় রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও উপদেশ কামনা করেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top