সকল মেনু

মিশরে সেনা অভিযানে নিহত ২৯

Egypt1441688599আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৮ সেপ্টেম্বর : মিশরের সিনাইয়ে সেনাবাহিনীর অভিযানে ২৯ বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, উত্তর সিনাইয়ে বিদ্রোহীদের হামলায় অশান্ত রাফাহ শহরের শেখ জওয়েইদ ও আল-আরিশ এলাকায় সোমবার থেকে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। অভিযানে বিদ্রোহীরা যেসব যানবাহন ও অস্ত্র ব্যবহার করেছিল সেগুলিও ধ্বংস করা হয়েছে। ২০১৩ সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই উত্তর সিনাইয়ে বিদ্রোহীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী সন্ত্রাসীদের দমনে এই এলাকায় বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। অভিযানে সন্ত্রাসীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন অনেককে আটক করা হয়েছে। অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সিনাইয়ে প্রবেশ করার অনেকগুলি সুড়ঙ্গ পথও ধ্বংস করা হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top