সকল মেনু

হাঙ্গেরির বুদাপেস্টে অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভ

Hungarian police officers face migrants outside the Eastern railway station in Budapest, Hungary, September 2, 2015. REUTERS/Laszlo Baloghআন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি রেলস্টেশনে শত শত অভিবাসন প্রত্যাশী মানুষ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় তারা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দেন। জার্মানিগামী একটি ট্রেনে চড়তে পুলিশ বাধা দেয়ার পর বিক্ষোভ শুরু করে অভিবাসন প্রত্যাশীরা। স্টেশন চত্বরে প্রায় দুই হাজারের মতো মানুষ জার্মানি যাওয়ার জন্য অবস্থান নিয়ে রয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। স্টেশনটি থেকে পরিচয়পত্রধারী হাঙ্গেরিয়ান ও পাসপোর্টধারী বিদেশিরাই কেবল জার্মানিগামী ট্রেনে চড়ার অনুমতি পেয়ে থাকেন। কয়েক লাখ অভিবাসন প্রত্যাশী মানুষ উত্তর আফ্রিকার যুদ্ধ পীড়িত দেশগুলো থেকে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। এদের মধ্যে অনেক অর্থনৈতিক অভিবাসীও রয়েছেন যারা দারিদ্র থেকে মুক্তি পেতে ইউরোপে যেতে চান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top