সকল মেনু

সরকার মৎস্য সম্পদ রক্ষায় বদ্ধপরিকর: শিল্পমন্ত্রী

amu-098নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ আগস্ট : আইন অমান্য করে ইলিশ বা অন্য মাছ ধরা জেলেদের সংগঠনের মাধ্যমেই প্রতিহত করতে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আইন থাকলেও সরকার তা জেলেদের ওপর কঠোরভাবে প্রয়োগ করতে চায় না। তারপরও সরকার মৎস্য সম্পদ রক্ষায় বদ্ধপরিকর।’ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৫ শতাধিক জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ইলিশ আহরণ নিষিদ্ধ থাকার সময় জেলেদের ভিজিএফ এর আওতায় সরকার পুনর্বাসন সহায়তা প্রদান করেছে। তাই জেলেদের ঐক্যবদ্ধভাবে সরকারের ইলিশ রক্ষার কর্মসূচী বাস্তবায়ন করতে হবে।’
খবর বাসসের।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top