সকল মেনু

অপরাধীদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে : নৌ মন্ত্রী

1440229750নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২২ আগস্ট : নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা অপরাধ করেছেন তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করা হবে। অন্যদিকে বিএনপিকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্যও নয়। মন্ত্রী বলেন, বিএনপি সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায়। মানুষ পুড়িয়ে হত্যা করাটাও কি তাদের গণতান্ত্রিক উপায়? এ সময় এসব অপরাধের হুকুমদাতা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও বিচার হবে বলে জানান মন্ত্রী। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top