সকল মেনু

উপজেলা থেকেই সব সেবা পাওয়া যাবে: সিইসি

1426145317নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৮ আগস্ট : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন জানিয়েছেন, দেশের সব উপজেলায় সার্ভার স্টেশনের কাজ শেষ হয়েছে। যন্ত্রপাতিও আনা হয়েছে। শুধু কানেকটিভিটির কাজ বাকি আছে। এটা সম্পন্ন হলে উপজেলা থেকেই সব সেবা পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, বিদেশে অবস্থানরতদের ভোটার হতে হলে দেশে এসে আঙুলের ছাপ, ছবি তোলাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে হবে। এ জন্য প্রধান নির্বাচন অফিসে এনআইডি শাখায় তাদের দ্রুত সেবার মাধ্যমে কাজগুলো সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top