সকল মেনু

সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

1439634168আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৫ আগস্ট : সলোমন দ্বীপপুঞ্জে শনিবার ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তবে এতে প্রশান্ত মহাসাগর জুড়ে কোন সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস আরো জানায়, রাজধানী হোনিয়ারা থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থিত লাটা শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ‘আমাদের কাছে প্রাপ্ত সকল তথ্যের ওপর ভিত্তি করে জানান যাচ্ছে যে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির কোন আশঙ্কা নেই।’ এর আগে গত সোমবার রাজধানী হোনিয়ারায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top