সকল মেনু

ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়া মুক্তিযুদ্ধে অংশ নেয়: সংস্কৃতিমন্ত্রী

1439390534নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী একজন নয়। এর সাথে আছে পাকিস্তান। বিদেশী শক্তির হস্তক্ষেপ। আছে বিভিন্ন স্বার্থান্বেষী মহল। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ছয়-দফা আন্দোলনের পর থেকেই বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছিলো। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোটের ঢাকা মহানগর শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড-এর মুখোশ জাতির সামনে উন্মোচন করুন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হক, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সালাহউদ্দিন বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাবেক ছাত্রনেতা সুজিত রায় নন্দী প্রমুখ। জয়বাংলা সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আলিমুজ্জামান আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী। তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার হয়েও নিজের কার্যালয়ে থেকেই যুদ্ধ পরিচালনা করেছেন। এ জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসে তার কোন বীরত্বগাঁথা নেই।’ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াই বেনিফিশিয়ারি হয়েছেন। আর যারা হত্যাকান্ডটি ঘটিয়েছিলো তাদের তিনি পুরস্কৃত করেছেন। প্রথমে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন। পরে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, ষড়যন্ত্রের মধ্যদিয়ে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো সেই ষড়যন্ত্রের জাল আজো বিস্তৃত রয়েছে। এখনও বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যদের জীবন হুমকির মুখে রয়েছে। কিন্তু এই ভয়ের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথানত করেননি। তার পরিবারের কেউ মাথানত করেননি। মন্ত্রী হৃদয়ে ও মননে ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে, বঙ্গবন্ধু ও এ দেশের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেনাপতি। তিনি আমাদের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা তাঁর প্রকৃত সৈনিক হিসেবে কাজ করলে শেখ হাসিনার হাতকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জয়ী হবোই। অনুষ্ঠানে বক্তারা জাতীয় সংসদ ভবন এলাকায় জাতির জনকের হত্যাকান্ডের মূল ষড়যন্ত্রকারী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাজাকার খান এ সবুরসহ অন্যদের কবর তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে স্থানান্তরের দাবি জানান।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top