সকল মেনু

চামড়াজাত পণ্য রফতানির আগে প্রতিষ্ঠানের নিরীক্ষা করতে হবে

imagesনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ আগস্ট : চামড়াজাত পণ্য রফতানির ক্ষেত্রে নগদ সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, অন্যান্য রফতানি পণ্যগুলোর ক্ষেত্রে আগে থেকেই অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয়ে থাকে। এবার চামড়াজাত পণ্য রফতানিকারকদের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের ডিলার শাখাগুলোতে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, রফতানিখাতে নগদ সহায়তা বা রফতানি ভর্তুকি পরিশোধের মতো চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে প্রতিষ্ঠানগুলোকে নগদ সহায়তা দেয়ার আগে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করাতে হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top