সকল মেনু

শিশু রাকিব হত্যা: শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

1439297859নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১১ আগস্ট : খুলনায় শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে তিনি খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ জবানবন্দি প্রদান করেন। রিমান্ডের দ্বিতীয় দিনে শরীফ স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দিলেন। এর আগে সোমবার একই আদালতে শরীফ ও তার সহযোগী মিন্টুকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। খুলনা সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মিন্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top