সকল মেনু

বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন: মোশারফ হোসেন

1439224850

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু কালজয়ী নেতাই ছিলেন না, বাংলাদেশ স্বাধীন করে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। সোমবার সুপ্রিম কোর্ট ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সমসাময়িক অনেক নেতাই জন্মগ্রহণ করেছিলেন। তাদের কেউ ইতিহাস সৃষ্টি করতে পারেননি। বাঙালি জাতিকে স্বাধীন জাতিসত্তা উপহার দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন।’ তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা প্রতিকূলতার মধ্যেও ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বাঙালিকে স্বাধীন জাতিসত্তা দেয়ার ক্ষেত্রে কোন তাড়াহুড়া করেননি। জাতিকে তৈরি করেছেন, তারপর ইঙ্গিত দিয়েছেন যুদ্ধের জন্য। না হলে এতো অল্প সময়ের মধ্যে মাত্র ৯ মাসে দেশ স্বাধীন করা সম্ভব হতো না। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের না, সর্বকালের, সর্বজনের এবং সারা বিশ্বে বাঙালি যে যেখানে রয়েছে, তাদের কাছে বঙ্গবন্ধু অত্যন্ত শ্রদ্ধার। বঙ্গবন্ধুর তুলনা শুধুই বঙ্গবন্ধু, তার সাথে অন্য কারো তুলনা হতে পারে না। বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট এসএম মুনীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, স. ম. রেজাউল করিম, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, এডভোকেট মাহবুব আলী, সানজিদা খানম ও হুসনে আরা বাবলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওসার ও আইনজীবী ড. বশির আহমেদ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top