সকল মেনু

যশোর বোর্ডে ফল বিপর্যয়

mail.google.com যশোর থেকে আব্দুল ওয়াহাব মুকুল: এবারের এইচ এস সি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে মারাত্নক ফল বিপর্যয় ঘটেছে। এবছর যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ। ১ লাখ ১৪ হাজার ২৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করলেও পাস করেছে মাত্র ৫৩ হাজার ৮৭ জন। আর জিপিএ ৫ পেয়েছে মাত্র ১ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৪৭০ জন, মানবিক বিভাগ থেকে ১৮৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে  ২৭১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এবারও যশোর বোর্ডে পাশের হারে মেয়েরা এগিয়ে। যশোর বোর্ডে মেয়েদের পাশের হার ৪৭ দশমিক ৮১। আর ছেলেদের পাশের হার ৪৫ দশমিক ২২। দুপুর ২টায় যশোর প্রেসক্লাবে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্ধ এই ফলাফল প্রকাশ করেন। এসময় বোর্ডের সচিবসহ পরীক্ষা সংক্রান্ত সেকশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক বলে, পরীক্ষার আগে বিএনপি জোটের লাগাতার অবরোধ আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতি পরীক্ষার ফল বিপর্যের অন্যতম কারন। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ও ইংরেজী পরীক্ষার প্রশ্নপত্র মাত্রাতিরিক্ত হার্ডি হওয়ার কারনেও এবার ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলে, ধারাবাহিক ভাবে গত ৪/৫ বছর ধরে যশোর বোর্ডে যে ফল বিপর্যয় ঘটছে তার তথ্যানুসন্ধানে বোর্ড কর্তৃপক্ষ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিকার হিসেবে তিনি বলেন, এই জন্য বিদ্যালয় ও কলেজরে প্রধানসহ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ, সাংবাদিকসহ সর্বস্তরে নের্তৃত্বদানকারীদের সহায়তায় একটি আন্ত: সভার মাধ্যমে এই অবস্থা থেকে উত্তোরণের রাস্তা খুঁজে বের করতে বোর্ড কর্তৃপক্ষ উদ্রোগী হবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top