সকল মেনু

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

train_88749_90846

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৪ আগস্ট : রাজধানীর বনানী এলাকায় এক পথশিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সুমন (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। সোমবার বিকেলে বনানী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর কমলাপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই শিশুটি রেললাইনের ওপর খেলা করছিল। এ সময় ট্রেন আসতে দেখে ঘটনাস্থল দিয়ে যাওয়া সুমন দৌড়ে আসেন শিশুটিকে বাঁচাতে। সুমন দৌড়ে এসে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাঁচাতে পারলেও নিজে ট্রেনের নিচে কাটা পড়েন। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাদারনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি বনানীর ম্যাডোনা ফ্যাশন নামের একটি পোশাক কারখানার স্টোর লোডার হিসেবে কাজ করতেন। সুমন বনানীর কড়াইল বস্তি এলাকায় ভাড়া থাকতেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top