সকল মেনু

মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশিকে ৫ আগস্ট ফেরত আনার সিদ্ধান্ত

115367_120150730083028

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ জুলাই: মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে শনাক্ত আরও ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে আগামী ৫ আগস্ট। সকাল সাড়ে ১০টায় মংডুতে বিজিবি ও মিয়ানমারের বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। গত বৃহস্পতিবার এদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পিছিয়ে দেয়া হয়েছিল। কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বিরূপ আবহাওয়ার জন্য মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা স্থগিত হয়েছিল। পরে মিয়ানমার ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী ৫ আগস্ট তাদের ফেরত আনার সিদ্ধান্ত হয়।
হটনিউজ২৪বিডি/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top