সকল মেনু

১৫ আগস্ট শোক দিবস পালনে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ

1438200165

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ জুলাই : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দিয়ে বিষয়টি জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন। শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top