সকল মেনু

রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে: মাহবুবে আলম

1438158406

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ জুলাই :  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগেও সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ে প্রত্যাশা পূরণ হয়েছে। বুধবার রায়ের প্রতিক্রিয়ায়  তিনি এই কথা বলেন। মাহবুবে আলম বলেন, এই রায়ই প্রত্যাশা করেছিলাম। এই সাজা না হলে প্রচন্ড হতাশ হতাম। তিনি বলেন, সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে  ট্রাইব্যুনালা নয়টি অভিযোগে তাকে মুত্যদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। আপিল বিভাগ একটি অভিযোগ থেকে খালাস দিয়ে বাকি আটটি অভিযোগে তার দণ্ড বহাল রেখেছেন। ২০১৩ সালের ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের ২৮ দিনের মাথায় আপিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। চলতি বছর ১৬ জুন থেকে মোট ১৩ দিন দুই পক্ষের যুক্তি শোনে চার সদস্যের আপিল বেঞ্চ। শুনানি শেষে আদালত ২৯ জুলাই রায়ের দিন ধার্য করে। আজ সালাউদ্দিন কাদেরকে একটি অভিযোগ থেকে খালাস দিয়ে আটটি অভিযোগে সাজা বহাল রেখে রায় দেয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top