সকল মেনু

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

1438107697

নিজস্ব প্রতিবেদক-মাগুরা, হটনিউজ২৪বিডি.কম ২৯ জুলাই : ভূমিষ্ঠ হবার আগেই মায়ের গর্ভে গুলিবিদ্ধ হয় ৩৪ সপ্তাহের কন্যা শিশু। শেষটায় চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের পর পৃথিবীর আলো দেখে সে। উন্নত চিকিৎসার জন্য গত রোববার শিশুটিকে ঘটনাস্থল সুদূর মাগুরা থেকে  স্থানান্তর করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে এ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ২০৫ নম্বর ওয়ার্ডে ২১ নম্বর বেডে শিশুটি চিকিৎসাধীন। সঙ্গে রয়েছেন ফুফু শিউলি আক্তার। শিশুটির চিকিৎসার জন্য গত মঙ্গলবার ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে শিশুটির গুলিবিদ্ধ মা নাজমা বেগমের চিকিৎসা চলছে মাগুরা সদর হাসপাতালে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবীদ হোসেন মোল্লাকে প্রধান করে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্য শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ-উল-হক কাজল জানান,  শিশুটি সময়ের আগেই জন্ম নিয়েছে, এর একটা জটিলতা তো আছেই। তার ওপর গুলি লেগেছে। তবে এ মুহূর্তে অবস্থা স্থিতিশীল। শিশুটিকে সারিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান। ডা. কাজল আরো জানান, মায়ের গর্ভে ৪০ সপ্তাহ থাকার পর একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য পূর্ণাঙ্গ রূপ পায়। কিন্তু এ শিশুটিকে ভূমিষ্ঠ করানো হয় ৩৪ সপ্তাহে। ফলে এমনিতেই শিশুটি দুর্বল অবস্থায় জন্ম নিয়েছে। তিনি জানান, একটি গুলি শিশুটির বুকের ডানদিক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। তবে শরীরের ভেতরে কোনো বড় সমস্যা হয়নি। তাছাড়া শিশুটির ডান চোখ, পিঠ, গালসহ পাঁচ জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ কর্মী কামরুল ভূইয়ার সমর্থকদের সঙ্গে সাবেক যুবলীগ কর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হন কামরুল ভূইয়ার বড়ভাই বাচ্চুর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম ও চাচা আব্দুল মোমিনসহ সাত জন। পরে হাসপাতালে ভর্তির পর মারা যান আব্দুল মোমিন। আর ঐ দিন রাতেই অপারেশন করে শিশুটিকে প্রসব করানো হয়। ভূমিষ্ঠ হবার দুইদিন পর শিশুকে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, এলাকার লোকজন ঘটনার বিচারের দাবিতে গতকাল শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গত রোববার দোয়ারপাড়া এলাকার যুবলীগ কর্মী সুমন ও সোহাগকে গ্রেফতার করেছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top