সকল মেনু

রাজধানীতে ৫ চক্ষু হাসপাতাল মালিককে জরিমানা ও কারাদণ্ড

1436629597

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ জুলাই : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৫ চক্ষু হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—সালাউদ্দিন (২৯), রিপন (৩৫), শিহাব উদ্দিন (৩৪) রাজিবুল ইসলাম। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। র‌্যাব সূত্র জানিয়েছে—র‌্যাব-২-এর উপপরিচালক ড. মো. দিদারুল আলমের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের স্বপন কুমার তপাদারের উপস্থিতিতে এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন শনিবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীতে সেন্ট্রাল স্পেশালাইজড আই হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনন্সিটিটিউট, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, রহিমা চক্ষু হাসপাতাল, যাত্রাবাড়ী চক্ষু হাসপাতাল ও সালাউদ্দিন চক্ষু হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ১৯৮২-এর ১৩ (২) ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫২ ধারা মোতাবেক (১) সেন্টাল স্পেশালাইজড আই হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনন্সিটিটিউটকে ১ লাখ ৫ হাজার টাকা, আই ফাউন্ডেশন চক্ষু হাসপাতালকে ১ লাখ ৫ হাজার টাকা, রহিমা চক্ষু হাসপাতালকে ৫৫ হাজার টাকা, যাত্রাবাড়ী চক্ষু হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা ও সালাউদ্দিন চক্ষু হাসপাতালকে মেডিকেল প্যাকটিজ বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অডিনেন্স ১৯৮২-এর ১৩ (২) ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিকসহ ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top