সকল মেনু

গ্রিসের গণভোটে না ভোটের জয়

1436036407

আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ০৬ জুলাই : গ্রিসের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে কঠিন শর্তে ঋণদাতাদের সাহায্য নেয়া হবে কি, হবে না এ প্রশ্নের উত্তর খুঁজতে রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ‘না’ ভোট জয়ী হয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে- গণনা শেষে প্রাপ্ত ভোটের ৬১ দশমিক ৩ ভাগ ‘না’ পক্ষে রায় পড়েছে। আর ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে মাত্র ৩৮ দশমিক ৭ ভাগ। নিজেদের জয় উদযাপনে পার্লামেন্ট ভবনের সামনে সিনদাগমা স্কয়ারে জড়ো হয়ে উল্লাস শুরু করেছেন হাজারো মানুষ, যাদের পক্ষগত অবস্থান দাতাদের শর্ত মেনে ব্যয় সঙ্কোচনের বিপক্ষে। জনগণকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ঋণদাতাদের দেয়া কঠোর কৃচ্ছ্র সাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব গ্রহণ করা হবে কি-না- গণভোটে সেটিই বিবেচ্য ছিল। ‘না’-এর উত্তর সেই প্রস্তাব প্রত্যাখ্যান। সেই প্রত্যাখ্যানের ফল হয়ত ইউরোজোন (যেসব দেশে ইউরো মুদ্রা প্রচলিত) থেকেই গ্রিসের বিদায়। ২০১০ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ থেকে প্রায় ২৪০ বিলিয়ন ইউরো ঋণ নেয় গ্রিস। নতুন করে ঋণের জন্য গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top