সকল মেনু

এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা

1435610233

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ৩০ জুন: দলে আসার পর থেকে দলকে জিততেই দেখছেন, দলকে জিতিয়েই চলেছেন এই তরুণরা। রুম্মন নিজে এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ১৭টি; এর মধ্যে ১৩টিতেই দেখেছেন জয়। আর সে জয়ই যেন তেন দলের বিপক্ষে নয়। এর মধ্যে তাদের শিকারের তালিকায় আছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারতের মতো দল। এবার সময় হয়েছে এই তালিকাটা আরও লম্বা করার। সময় হয়েছে জয়রথটাকে আরও দীর্ঘপথে চালিত করার। সামনে এবার বিশ্বের অন্যতম সেরা শর্টার ফরম্যাটের দল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই লম্বা পূর্ণাঙ্গ সিরিজটা শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। আর এখানে রুম্মনের ভূমিকাই হয়ে উঠবে অন্যতম গুরুত্বপূর্ণ। গতকাল অনুশীলন শেষে বলছিলেন, তার ভূমিকাটা তিনি বুঝে ফেলেছেন। নতুন করে ‘ফিনিশার’-এর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি স্বস্তিই বোধ করছেন। এর মধ্যে কিছু কিছু ভুল হচ্ছে না, তা নয়। তবে সেটা কমানোর চ্যালেঞ্জই এখন নিচ্ছেন সাব্বির, ‘আমি সবসময় চেষ্টা করি ম্যাচ ফিনিশ করার জন্য। দলের জন্য এটা আমার রোল বলা যায়। সবসময় চেষ্টা করি রোল পালন করার জন্য। ভুল হতেই পারে। চেষ্টা করবো ভুলগুলো কম করার জন্য।’ সেই ভুলটা যতো কমে আসবে, জয়ের সম্ভাবনাটাই ততো বেড়ে উঠবে। সাব্বির অবশ্য তাদের দল নিয়ে খুবই আশাবাদী। তিনি বলছিলেন, ‘আমাদের দলটা ভালো আত্মবিশ্বাসী আছে। আশাকরি ভালো একটা সিরিজ পার করবো। ইনশাল্লাহ দেখা যাক কি হয়।’ তবে মারকুটে এই ব্যাটসম্যান ও দারুণ কার্যকর বোলার-ফিল্ডার সাব্বির বলছেন, তারা দক্ষিণ আফ্রিকাকে বধ করার একেবারে নির্দিষ্ট পরিকল্পনা এখনও করে উঠতে পারেননি, ‘আসলে তেমন কোনো প্ল্যানিং এখনো করিনি আমরা। আমাদের আজকে থেকে অনুশীলন শুরু হয়েছে। ২-১ দিনের মধ্যে হয়তোবা প্ল্যানিং করবো। হয়তোবা তাদের নিয়ে প্ল্যানিং, তাদের দুর্বলতা বের করার চেষ্টা করবো, ওই ভাবে আমরা বোলিং করবো। আর হয়তো ওদের বোলারদের আক্রমণ করার কিছু প্ল্যানিং করবো। হয়তোবা ওই ভাবেই ব্যাটিং করার চেষ্টা করবো।’ যদিও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন নিয়েই ঝাঁপিয়ে পড়বে, সেটা উড়িয়ে দিলেন না সাব্বির। তিনি বলছেন, এমন কিছু তারা পরিকল্পনা করে ফেলেননি; তবে সেটাই হবে হয়তো, ‘না তেমন কোনো সাজেশন এখনও পাইনি আমরা। আমরা এখনও প্ল্যানও করিনি। আমরা অনেকদিন এশিয়ার মধ্যেই খেলছি। ওরা অনেকদিন পর খেলতে আসছে। আশাকরি আমরা স্পিনে বেশি জোর দেবো। ওদের পেস বলে কিছু আমরা আপার লেভেল শট খেলতেছি, যেমন পুল, স্কয়ার কাট। চেষ্টা করবো ভালো কিছু করার জন্য।’ আর এসব পরিকল্পনা বাস্তবায়িত করতে সাব্বিরের নিজের স্বরূপে থাকার বিকল্প নেই। তবে সাব্বির নিজে নিজেকে কোনো লক্ষ্য ঠিক বেঁধে দিচ্ছেন না, ‘আমার ব্যক্তিগত টার্গেট নেই। আমি টার্গেট করে খেলতেও পারি না। আমি ম্যাচ টু ম্যাচ, বল টু বল খেলবো। চেষ্টা করি যে, প্ল্যান অনুযায়ী খেলার জন্য। এটা আসলে আমি এখনও কিছু বলতে পারছি না কারণ। আমি ওইভাবে এখনও কোনো প্ল্যানই করিনি। হয়তোবা বলতেও পারবো না কি হবে। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। ভালো আত্মবিশ্বাসী দল আছে, দেখা যাক কি হয়।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top