সকল মেনু

যশোরস্থ ২৬ বিজিবি কর্তৃক ৩ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক

unnamed যশোর প্রতিনিধি:  যশোর-বেনাপোল আন্তর্জাতিক সড়কের আমড়াখালীতে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক  বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা  ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমানের ইলেকট্রিক, খাদ্য ও গার্মেন্টস আইটেম আটক করেছে। ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তার নেতৃত্বে একটি টহল দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমড়াখালীতে অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা মোট ২২০ প্যাকেজ ভারতীয় বিভিন্ন প্রকারের বেবী গার্মেন্টস, ব্লেড, চকলেট,  ক্লথ ইন লেন্থ, ইলেকট্রিক পার্টস, ফ্রেস ওয়াস , ফাইবার পেপার, হেলমেড, হর্ণ, লেডিস পার্টস, কালী, ক্যাডমিয়াম বার, প্লাষ্টিক বিডস, পাঞ্চার ইস্টিকার,  রেজিন গাম,  শাড়ী, স্যান্ডেল, ফ্যান কয়েল বান্ডিং মেশিন, ডাইস আটক করতে সক্ষম হয়। মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩০০০০৯৫৪/- (তিন কোটি নয়শত চুয়ান্ন) টাকা। আটককৃত মালামাল যশোর কাস্টমস্ এ জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top