সকল মেনু

রিমান্ড শুনানি চলছে এমপিপুত্র রনির

Rony1435122917 নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে মদ্যপ অবস্থায় এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রিমান্ড শুনানি চলছে।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে রনির রিমান্ড আবেদন চাওয়া হয়। এ সময় রনিকে জেলহাজত থেকে আদালতে নেওয়া হয়।

এর আগে গত ১৬ জুন রনির জামিন নামঞ্জুর করেন আদালত।

বুধবার আদালতে রনির পক্ষে শুনানি করছেন তার আইনজীবী নজিবুল্লাহ হিরু।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে মদ্যপ অবস্থায় এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। এরপর ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে ডিবি পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top